সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু

তেতুলিয়ায় বাম্পার ফলনের আশায় আমন রোপনে ব্যস্ত কৃষকরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়া: তেতুলিয়া উপজেলায় বোরোর পর মহামাড়ি করোনা ও দুর্যোগের মধ্যে আমন রোপন চাষে  ব্যস্ত সময় পার করছেন তেতুলিয়া প্রান্তিক কৃষকরা। 

উপজেলা কৃষি অফিস সুত্র জানায় চলতি আমন অর্থ বছরে আমন আবাদের লক্ষ মাত্রা নির্ধারন করা হয়েছে ১১ হাজার ৫ শত ৯০ হেক্টর। সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে গিয়ে সরজমিনে দেখাগেছে, কোথাও কৃষকরা চারা তুলছেন।আবার কোথাও কৃষক চারা রোপন করছেন। সব মিলিয়ে জেলার কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে চোখে পড়ে আমনের চারা উঠানো রোপনের দৃশ্য। এ কাজে নারী শ্রমিকদের অংশ গ্রহন চোখে পড়ার মত দেখাগেছে।কয়েকটি জন প্রিয় ধানের জাত আবাদ করা হবে বলে জানান,কৃষকগন।

তিরনই হাট ইউপির ঠুনঠোনিয়া গ্রামের আনারুল ইসলাম জানান,প্রতি বছরের ন্যায় এ বছর ৭ বিঘা জমিতে আমন ধান রোপন করেছেন। ডেমগছ গ্রামের কৃষক মো,হাসান খোরসেত, আলহাজ্ব আবুতাহের মকবুল জানান, তিনি ৩ একর ৫০ শতক জমিতে আগাম জাতের এবং ভাতের জন্যে  আমন চাষ করেছেন।

সদর তেতুলিয়া বাবুরাম জোত গ্রামের কৃষক মামিন দর্জিপাড়া গ্রামের আব্দুল বাসেত জানান,৩/৪ বিঘা জমিতে আমন রোপন শুরু করেছেন,জমি প্রস্তুত করে শ্রমিক নিয়োগ করেছেন এবং রনচন্ডি গ্রামের কৃষক আকবর নুর আলম মোল্লাহ  আলী,গোয়াবাড়ি আবদুল রাজ্জাক,আবতাব, জানান,২/৩ বিঘা জমিতে আমন রোপন শুরু করেছেন,বিভিন্ন এলাকা থেকে চারা সংগ্রহ করেছেন।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম জানান,আমনের ধানের রোপার জন্যে সকল প্রকার রাসায়নিক সার মজুত আছে, মাঠ পর্য্যায়ে নজরদারী করছেন তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102