

খাদেমুল ইসলাম, তেতুলিয়া: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় কম দামে কাঁচা চা পাতা কেনা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুইটি চা কারখানাকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে শালবাহান ইউনিয়নের সুরমা এন্ড পূর্নিমা টি ফ্যাক্টরি ও রয়েল টি ফ্যাক্টরি নামের দুইটি চা কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে।এতে পঞ্চগড় জেলা কাঁচা চা পাতার মূল্য নির্ধারণী কমিটির সর্বশেষ নির্ধারিত মূল্য ১৮ টাকার চেয়ে কম মূল্যে কৃষকদের কাছ থেকে কাঁচা চা পাতা কেনা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রত্যেককে ৬ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। এ সময় বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।