স্টাফ রিপোর্টার: কোটি টাকা পাওনা আদায়ে ব্যর্থ হওয়ায় ক্ষোভে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আনিসকে বাঁচানো গেল না।
আজ মঙ্গলবার (৫ জুলাই) ভোর ছয়টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন।
এর আগে প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি হ্যানোলাক্সে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নেভানোর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেসময় কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখমণ্ডলসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম