শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :

যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিরাপত্তা বিভাগে যোগ দিলেন বাংলাদেশের মুন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর নিরাপত্তা বিভাগে যোগ দিয়েছেন বাংলাদেশি কম্পিউটার ইঞ্জিনিয়ার জারিন ফাইরোজ মুন। চলতি বছরের মার্চে ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দেন তিনি।জারিন ফাইরোজ মুনের বাড়ি শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায়। শেরপুরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি এবং ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অফিস করতে হচ্ছে তাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি। তার ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। পরে যুক্তরাষ্ট্রে পিএইচডি’র সুযোগ পেয়ে তিনি সেখানে পিএইচডি করতে যান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102