সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

তেঁতুলিয়া সংবাদদাতাঃ তেঁতুলিয়ায় নারীদের স্বাবলম্বী ও জীবিকায়নের লক্ষ্যে তিনদিনের শাক সবজি ফলানোর আয়বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার বিকেলে উপজেলার বিআরডিবি হলরুমে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়ের ৩দিন ব্যাপি শাক-সবজির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সভায় পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা মানসী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপ-প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র সাহা, জেলা বিআরডিবির পরিচালক আশরাফুল আলম। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস প্রমুখ।

তিনদিন ব্যাপি এ প্রশিক্ষনে প্রান্তিক জনগোষ্ঠীর ৪০ জন নারী অংশ নেন। প্রশিক্ষন পেয়ে এসব প্রান্তিক নারীরা জানান, শাক-সবজির উপর ট্রেনিং করে অনেক কিছু জানতে পেরেছি। বাড়িতে গিয়ে ফেলে রাখা পতিত জায়গায় শাক-সবজি আবাদ করবো। এ সময় এসব নারীদের হাতে প্রশিক্ষনের ভাতা প্রদান করা হয়।

উল্লেখ, কৃষি ও অকৃষি ক্ষেত্রে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টায় সহায়তা দানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক দেশের ৫টি বিভাগের ২৩টি জেলার ১৫২টি উপজেলায় “পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়” গ্রহণ করা হয়। প্রকল্পটির মেয়াদ শেষে জুলাই/২০১৮ হতে জুন/২০২১ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পুণরায় কর্মসূচি আকারে পরিচালিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102