তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা : তেতুলিয়ায় চলতি মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তেঁতুলিয়া কৃষি অফিসের আয়োজনে ৭শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
রবিবার (২৬ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে উফশী আমন বীজ ও সার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় বিঘা প্রতি প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস, কাজী মিজানুর রহমান, কৃষি বিভাগের উপ-সহকারি মোতালেব হোসেনসহ উপকারভোগী কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, চলতি অর্থ বছরে আমন চাষ বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭শ ৫০ জন উপকারভোগী কৃষককে ধানের বীজ ও সার প্রদান করা হচ্ছে। কৃষকরা যাতে আমন ধান চাষাবাদ করে সে জন্য সরকার প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে। আশা করছি কৃষকরা গুরুত্ব দিয়ে চাষাবাদ করলে একদিকে যেমন আমন ধানের ফলন বৃদ্ধি পাবে, অন্যদিকে কৃষকরা খাদ্য চাহিদা মেটানোসহ অর্থনৈতিকভাবে লাভবান হবে।