রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ঈশ্বরদীতে দুইদিন ব্যাপী লিচু মেলার উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

ঈশ্বরদী থেকে মোঃ আক্তারুজ্জামান মিরুঃ বাংলাদেশ সুগারক্রপ  গবেষনা ইনষ্টিটিউট ক্যাম্পাসে বাংলাদেশ কৃষক সোসাইটি কর্তৃক আয়োজিত  দুইদিনব্যাপী লিচু মেলা বৃহস্পতিবার উদ্বোধন করেন গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ  মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

সুন্দরী লিচু ফলের নানা রকম প্রদর্শনীসহ দেশীয় শতরকমের ফলমূল, সবজি দিয়ে সাজানো দুইশগজ লম্বা  দৃষ্টিনন্দন এবং অনন্য অসাধারণ সুড়ঙ্গ আকৃতির গেট পেরিয়ে এসআরটিআই হাইস্কুল মাঠে মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে কৃষক সমাবেশে উপস্থিত হন কৃষিমন্ত্রী।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্রী ডঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য দেন নাটোর ১ আসন লালপুর-বাগাতিপাড়ার সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল ও কৃষক সোসাইটির সভাপতি কুল ময়েজ।

সমাবেশে উপস্থিত ছিলেন-পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক মোঃ রেজাউল রহিম লাল, মহিলা এমপি হোসনেয়ারা বেগম, নাদিরা ইয়াসমিন জলি,বিএসআরআইয়ের মহাপরিচালক ড.আমজাদ হেসেন,জেলা প্রশাসক বিশ্বাস রাসেল,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা কৃষক সোসাইটির সভাপতি মোঃ ইছাহক আলী মালিথা, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ প্রধান, আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা আকরাম আলী খান, রশিদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম খান, ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস প্রমুখ।

লিচু মেলা উপলক্ষে আগত কৃষিমন্ত্রীর সম্মানে মানপত্র পাঠ করেন কৃষক সোসাইটির সাধারণ সম্পাদক কাউন্সিলর আবুল হাশেমের পক্ষে সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ ড.কুয়াশা মাহমুদ ও মুরাদ আলী মালিথা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102