

স্টাফ রিপোর্টার: বিগত কয়েক দিনের ধারাবাহিকতায় সোমবারও দেশের ছয়টি বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (৩০ মে) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৮৯ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আরও বলা হয়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকবে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম