রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুমিল্লা সিটিসহ, উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: কুমিল্লা সিটি কর্পোরেশন, ৩টি উপজেলা, ৬টি পৌরসভা এবং এবং অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় মো. সফিউল আযম চৌধুরী, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় মঞ্জুর কাদির শাফি, খাগড়াছড়ি জেলার গুঁইমারা উপজেলায় মেমং মারমাকে মনোনয়ন দেয়া হয়েছে।

পৌরসভা নির্বাচন খুলনা বিভাগের মেহেরপুর জেলার সদর পৌরসভায় মো. মাহফুজুর রহমান (রিটন), ঝিনাইদহ জেলার ঝিনাইদহ পৌরসভায় মো. আব্দুল খালেক, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভায় মো. আতিকুর রহমান মিয়া, সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভায় মো. আব্দুস শুকুর, রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভায় জমির হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া গোপালগঞ্জ জেলার সদর পৌরসভায় প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে।

এছাড়ও অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102