রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

চোরাকারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের শঙ্কুচাইলে মহিউদ্দিন সরকার নামে এক সংবাদকর্মী চোরাকারবারির গুলিতে নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। সে কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাক এর স্টাফ রিপোর্টার ও আনন্দ টিভি সাবেক বি-পাড়া প্রতিনিধি। মহিউদ্দিন সরকার বি-পাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকার-এর ছেলে।

স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি ‘রাজু গং’-এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়। বর্তমানে সাংবাদিক মহিউদ্দিনের লাশ বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, শুনেছি, চোরাকারবারিদের গুলিতে একজন নিহত হয়েছে। তবে সাংবাদিক কি না জানিনা। বিষয়টি আমরা দেখছি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে তাকে সাড়ে দশটার দিকে নিয়ে আসা হয়। শরীরে ৪/৫টি গুলিবিদ্ধ ছিলো। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়, আমরা তাকে মৃত অবস্থায় পাই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102