মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

নতুন নেতৃত্বে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আমার সংবাদের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন।

এছাড়া নির্বাচনে সহ-সভাপতি সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ, সাংগঠনিক সম্পাদক স্বদেশ প্রতিদিনের শাহাদাত হোসেন নিশাদ, দপ্তর সম্পাদক সংবাদের সাহেদুজ্জামান সাকিব, অর্থ সম্পাদক সারা বাংলা ডট নেটের নিফাত সুলতানা মৃধা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে সংবাদের মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পূর্ব পশ্চিম নিউজের মামুনুর রহমান হৃদয় ও রাইজিং বিডির বিনায়েক রহমান কৃতী।

সতিকসাসের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তিতুমীর কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, এশিয়ান টেলিভিশনের প্লানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির, চ্যানেল ২৪ এর সিনিয়র ক্রাইম রিপোর্টার (সার্চলাইট) শাহরিয়ার আরিফ, সতিকসাসের প্রাক্তন সাধারণ সম্পাদক ফয়েজ রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ এবং নির্বাচন কমিশনের সমন্বয়ক হিসেবে ছিলেন সতিকসাসের সাবেক সভাপতি শামিম হোসেন শিশির।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে এবারই প্রথমবারের মতো কোনো সহ-শিক্ষামূলক সংগঠনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102