সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বিএনপি ক্যান্সারে আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর: বিএনপিকে ক্যান্সারে আক্রান্ত বলে অভিহিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিএনপি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বিএনপির এখন উচিত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা। আমরা সেই রাজনৈতিক ক্যান্সার চিকিৎসা মোকাবিলা করতে পারব।

প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক, দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করুক, এটা বিএনপি চায় না। তারা আছে দণ্ডিত ও অসুস্থ খালেদা জিয়া এবং পলাতক তারেককে নিয়ে। এটা তাদের রাজনীতি। ১৮ কোটি মানুষ গর্তে চলে যাক, তাদের কিছু যায় আসে না।

তিনি বলেন, ১৯৭৫’র পর খুনিরা দেশকে অমানবিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের মৌলিক সমস্যার সমাধান করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অন্যায়, অবিচার ও দুর্নীতির থাবা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্বের কারণে। তার নেতৃত্বে পৃথিবীতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মর্যাদার জায়গায় গেছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102