রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পায়ে ক্ষত নিয়ে থানায় হাজির ঘোড়া, চিকিৎসা শেষে চলেও গেলো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল থানায় আঘাতপ্রাপ্ত একটি ঘোড়া রক্তাক্ত অবস্থায় থানায় হাজির হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করে। কিছুটা সুস্থ হলে ঘোড়াটি নিজ থেকেই চলে যায়।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে জুমার নামাজের সময় বাউফল থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে ঘোড়াটি হাজির হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসির ভাষ্যমতে, জুমার নামাজের শেষ দিকে ঘোড়াটি একাই থানার মূল ফটক দিয়ে প্রবেশ করে। এসময় কর্তব্যরত পুলিশ সদস্য ঘোড়াটি বাধা দিলেও সে থানার ভেতরে ঢুকে যায়। এসময় দায়িত্বরত ডিউটি অফিসার খেয়াল করে দেখেন ঘোড়াটির পেছনের পায়ে ক্ষত এবং সেই জায়গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে।

ডিউটি অফিসার বিষয়টি ওসিকে জানান। পরে ওসি থানায় উপস্থিত হয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। তিনি আব্দুল আজিজ নামের একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাকে থানায় পাঠিয়ে দিলে তিনি ঘোড়াটির চিকিৎসা করেন।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোনো কিছুর আঘাত লেগেছে, যে কারণে পায়ের চামড়া উঠে ক্ষত হয়েছে। ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সুস্থ মনে করলে নিজ মনেই ঘোড়াটি থানা থেকে চলে যায়। আর চিকিৎসার সময় প্রাণীটি চুপচাপ ছিল। ড্রেসিংয়ের সময় কোনো মানুষও হয়তো এভাবে স্থির থাকতে পারে না।’

তবে ঘোড়ার মালিক কে এবং কেউ তাকে আঘাত করেছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102