মোঃ সুমন আহমেদ : আজ দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। সমগ্র দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জ উপজেলায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, প্রতিপাদ্য রক্ষা করবো ভোটাধিকার’। দিবসটি উদযাপনে , আলোচনা সভা, নতুন ভোটার অন্তর্ভুক্তি, স্থানান্তর, হারানো ও সংশোধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
বুধবার (২ মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় প্রাঙ্গণে থেকে একটি শোভাযাত্রা র্যালিটি শুরু হয়ে উপজেলা বাজার ঘুরে আবার উপজেলা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সেবাপ্রার্থীসহ নির্বাচন অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ ।