শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৪ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে ২৭ফেব্রুয়ারি শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স) বিতরণ করা হয়েছে।

নারগুন ইউনিয়ন পরিষদ চত্তরে এ উপকরণ বিতরণ অনুষ্টানে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি’র আয়োজনে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারগুন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেরেকুল ইসলাম, ওসি তদন্ত  আতিকুল ইসলাম, সাব ইন্সপেক্টর পারভীন ও এপি’র প্রোগ্রাম অফিসার বেতেল সরকার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, এ ধরণের কাযর্ক্রম আরো জোরদার করলে স্কুলগামী শিশুরা পড়াশুনায় আগ্রহী হবে এবং শিশুদের স্কুলে ঝরেপড়া রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এছাড়া বাল্য বিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, শিশু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা
জোরদার করণ, মাদকমুক্ত দেশ ও শিশু সহিংসতা প্রতিরোধ সহ বিভিন্ন সচেতনতা মূলক পরামর্শ দেন। নতুন শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিশু শিক্ষার্থীরা বেশ খুশি হন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102