রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভবনে বিশাল অজগর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউটের ভেতর থেকে ১২ ফুট দৈর্ঘ্যের বিশাল এক অজগর সাপ ধরা হয়েছে। 

ওই সাপটি পাহাড় থেকে খাবারের সন্ধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে সাপটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সাইন্স রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে ঢুকে পড়ে। সেখান থেকে উদ্ধার করে সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করে চবির নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুপুর দুইটার দিকে খবর পেয়ে আমরা সোশ্যাল সাইন্স ইন্সটিটিউটে যাই। তখন সাপটি রিসার্চ ইনস্টিটিউটের একটি গ্রীলে পেচিয়ে ছিল। ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলামের সহায়তায় সাপটিকে উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার মাস্টার্সের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। আমরা সাপটিকে বায়োলজি ফ্যাকাল্টির পেছনে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102