রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ৪

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫১৪ এই পর্যন্ত দেখেছেন

সংবাদদাতাঃ মাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতা তালখড়ি ইউনিয়নে শনিবার সকালে দু’গ্রুপের মধ্যে সংঘঠিত হয়েছে । বর্তমান চেয়ারম্যান নির্বচিত বিজয়ী প্রার্থী সিরাজ উদ্দিন মন্ডলের কর্মীদের উপর সকালে হামলা চালায় সতন্ত্র পার্থী সামসুর রহমানের সমর্থন কারী আইয়ুব মন্ডল বিডিয়ার সহ ২০-৩০জন। এ ঘটনায় শরিফুল মোল্ল্যা নামের একজন নিহত হয়েছেন।

নিহত শরিফুলের ভাইপো নাজমুল হাসান জানান, শনিবার সকালে চায়ের দোকানের সামনে বসে ছিলেন শরিফুল মোল্ল্যা (৬০), মহব্বত মোল্ল্যা (৪৫), বদর মোল্ল্যা (৫০), আনিচুর মোল্ল্যা (৬০), রাজিবুল মোল্ল্যা (৩৫)সহ সাত থেকে আটজন । এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আহতদের উপর এলোপাতাড়িভাবে আক্রমন শুরু করে।

গুরুতর অবস্থায় এলাকাবাসী আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ শরিফুল কে মৃত ঘোষনা করেন এবং অন্যদের অবস্থা আশাংকাজনক বলে জানান।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত ডাক্তার সিনিয়র কনসালটেন্ট আসাদুজ্জামান আসাদ জানান, চারজনের মধ্যে বদর ও মহব্বতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুনলায় রেফার্ড করা হয়েছে। বাকি দুজনকে যশোরেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।  

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102