বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ট্রান্স ফরমার চুরির কারণে পানি সরবরাহ বন্ধ: জমিতে ফসল নষ্টের আশংকা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৩ এই পর্যন্ত দেখেছেন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা : ঠাকুরগাঁও রাণীশংকৈলে চলতি বছরের নভেম্বর মাসে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ছয়টি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি হওয়ায় বন্ধ হয়ে রয়েছে পানি সরবারহ। এতে পানি শূণ্যতায় পড়েছে কয়েকশত বিঘা আবাদী জমি।পানির অভাবে ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ফসল উৎপাদনে ধ্বস নামার আশঙ্কা কৃষকদের।

উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ এ প্রতিবেদক কে বলেন, নভেম্বর মাসের ছয়টিসহ মোট আটটি গভীর নলকূপের ট্রান্সফরমা চুরি হয়েছে। এ কারণে এগুলো থেকে পানি সরবারহ বন্ধ রয়েছে। চুরি হলে আমাদের কিছু করার নেই। সুবিধাভোগী কৃষকদের নিজ অর্থায়ানে ট্রান্সফরমা ক্রয় করে টিউবওয়েল চালু করতে হবে।

এদিকে কৃষকরা বলছে,রাত আধারে কারা এই চুরির ঘটনা ঘটালো তা আমরা জানি না। তাছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বসহকারে গভীর নলকূপ চালু করবে। আমরা কেন টাকা দিয়ে ট্রান্সফরমা কেনবো। আমরাতো আর বিনা পয়সায় পানি নেই না। তারা তো এখান থেকে লাভবান হয়। তাছাড়া তাদের কারণে আমাদের সেচ মেশিন গুলো আমরা বন্ধ করে রেখেছি। এখন এগুলো চালু করতেও সময়ের ব্যাপার। কৃষকদের অভিযোগ বরেন্দ্র কর্তৃপক্ষ এখন আমাদের এক ধরনের জিম্মি করছে। 

উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, উপজেলায় চলতি বছরের সেপ্টেম্বর,অক্টোবর ও নভেম্বর মাস মিলিয়ে মোট আটটি ট্রান্সফরমা চুরি হয়েছে। এগুলো হলো, উপজেলার নয়নপুর,সন্ধারই, বলিদ্বাড়া,খঞ্জনা,সন্ধারই মীরডাঙ্গী অংশ, ভদ্বেশরী-১ ভদ্বেশরী-২ ও ভবানন্দপুর। এই আটটি টিউবওয়েল থেকে প্রায় আটশত বিঘাজমিতে পানি সরবরাহ করা হতো বলে জানা গেছে।

সম্প্রতি সরেজমিনে নয়ানপুর গিয়ে দেখা যায়, ভুট্টা,গম,আলু খেতের পাশে পৃথকভাবে কয়েকজন কৃষক বসে রয়েছে, এদের মধ্যে ভুট্টা চাষী আব্দুল জালাল কবিরের প্রতিবেদককে জানান, ভুট্টার গাছের বয়স প্রায় এক মাস এখন পানি দেওয়া খুব জরুরী। বরেন্দ্র টিউবওয়েল নির্ভর আমরা, তা বর্তমানে বিকল। পানি নেওয়া বন্ধ। কি যে হবে কিভাবে যে ক্ষেতে পানি দেবো বুঝে আসছে না। সঠিক সময়ে পানি না দিলে ভুট্টার ফলন হওয়ার সম্ভবনা খুব কম। দ্রুত ‍টিউবওয়েল চালু না করা হলে এখানকার শতাধিক বিঘা জমির ফসলহানির আশঙ্কা রয়েছে।

একইভাবে সন্ধারই গ্রামে সরেজমিনে গেলে কৃষক মুকুল ইসলাম বলেন, দুই বিঘা গম লাগিয়েছি পানির অভাবে গমের গাছ বৃদ্ধিতে ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না দিতে পারলে সমস্যা রয়েছে।আরেক কৃষক খায়রুজ্জামান বলেন, ট্রান্সফরমা চুরি হয়েছে বেশ কয়েকদিন আগে। চুরির ব্যাপারে তেমন কোন ব্যবস্থা না নিয়ে। উল্টো এখন তারা কৃষকদের নিজের টাকায় ট্রান্সফরমা ক্রয় করে ডিপ টিউবওয়েল চালু করতে বলছে। তারা টিউবওয়েল স্থাপন করেছে সেখান থেকে আমরা টাকার বিনিময়ে পানি নেই। তারা তো সেখান থেকে লাভবান হয়। এখন তাদের ট্রান্সফরমা চুরি হয়েছে তারা পূণরায় ট্রান্সফরমা স্থাপন করবে। তা না করে আমাদের উপর চাপানোর চেষ্টা করছে, যা অযৌক্তিক। ওই কৃষক আরো বলেন, এটা বরেন্দ্র কর্তৃপক্ষ এক ধরনের জিম্মি করে চুরিকৃত ট্রান্সফরমাগুলো আমাদের দারা ক্রয় করার চেষ্টা করছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ মুঠোফোনে জানান, সঠিক সময়ে খেতে পানি না দিতে পারলে মাটির আদ্রঁতা হ্রাস পায়। এতে বীজের অঙ্কুরোগদম কমে যায়। তাতে ফসল উৎপাদন কমে যেতে পারে। এতে করে উপজেলায়  রবি মৌসুমের ফলন উৎপাদনে হ্রাস পেতে পারে। যা আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে।

উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কাযার্লয়ের সহকারী প্রকৌশলী তিতুমীর রহমান এ প্রতিবেদককে বলেন, এ যাবত আটটি টিউবওয়লের ট্রান্সফরমা চুরি হয়েছে।সব গুলোই আপাতত বন্ধ। ট্রান্সফরমা চুরি হলে কর্তৃপক্ষের কিছু করার নেই। কৃষকদের অর্থের বিনিময়ে ট্রান্সফরমা নিয়ে সেচ টিউবওয়েল চালু করতে হবে। তাছাড়া আমাদের তেমন কিছু করার নেই। এক প্রশ্নের জবাবে বলেন, কৃষকরা না কিনতে চাইলে আমার কাছে একটি দরখাস্ত দিতে বলেন আমি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানাবো। উদ্ধর্তন কর্তৃপক্ষ যদি ব্যবস্থা নেন তাহলে হবে না হলে কিছু করার নেই।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির মুঠোফোনে বলেন, ট্রান্সফরমা চুরি হয়েছে জানি। এখন কৃষকদের টাকা দিয়ে ট্রান্সফরমার নিয়ে সেচ ডিপ টিউবওয়েল চালু করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102