সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু

নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে মামলা দায়ের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

শাহারুল ইসলাম ফারদিন: যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে নির্বাচনত্তোর আওয়ামী লীগ অফিস ও নির্বাচন কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সাংবাদিক সম্মেলন করেছেন রায়পুর ইউ পি নির্বাচনে অংশ নেয়া নৌকার প্রার্থী ও রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনেরায়পুরে নৌকা প্রতীকে বিল্লাল হোসেন দলীয় মনোনয়নপ্রাপ্ত হন।পাশাপাশি মঞ্জুর রশিদ স্বপন বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রায়পুর বাজারে বাড়ির নিচে বিল্লাল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটিকে তিনি আওয়ামী লীগের কার্যালয় ও নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেছেন।নির্বাচনের দিন তিনি সেখানে নেতাকর্মীদের নিয়ে অবস্থান করছিলেন। সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পুর্বে স্বপন গলায় ফুল নিয়ে বিজয় মিছিল বের করেন। এক পর্যায়ে মিছিল সহকারে নজরুল ইসলাম, ইউনুচ আলী শেখ, মুজাহার আলী, রিপন হোসেন, সোহেল শেখ, কাদের শেখ, পলাশহোসেন, মোস্তফা শেখ, টোকন শেখ, টিপু শেখ, আয়ুব হোসেন, আজগর আলী, বাবলুর রহমান, আলম খা, ছবুর হোসেন, কামাল হোসেন, কামরুল ইসলাম, সবুজসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন লোক পাইপগান, হকিস্টিক, লোহার রড ও লাঠি নিয়ে রায়পুর বাজারে নৌকার নির্বাচনী অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলাচালায়। এসময় নৌকা বিরোধী শ্লোগান নিয়ে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করতে থাকে।

এক পর্যায় তারা বিল্লালের উপর হকিস্টিক দিয়ে হামলা করতে উদ্যত হয়। পরে বিল্লাল নিজের বাড়ির তিন তলায় আশ্রয় নেন।

এ সময় আসামিরা বিল্লালের অফিসের পাঁচ লাখ টাকার মালামাল ভাংচুর করে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলের ড্রয়ার খুলে তিন লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায় বলেও দাবি করা হয়।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উতর আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহব্বত হোসেন, হাজীআবু জাফর, গোলাম রসূল, হাজী হাসান আলী, সুলতান আহমেদ, রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বিল্লাল হোসেন বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মনজুর রশিদ স্বপনসহ ১৯ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়া থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102