শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

চারটি দাতিনা মাছ ১৭ লাখ টাকায় বিক্রি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৬৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে চারটি দাতিনা মাছ বিক্রি হয়েছে ১৭ লাখ টাকায়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে আর কে মৎস্য আড়তে নিলামে মাছগুলো বিক্রি করা হয়।

মৎস্য আড়ত সূত্র জানায়, বঙ্গোপসাগরের সুন্দরবন অংশে মাছ ধরার জন্য মঙ্গলবার (২ নভেম্বর) রাতে জাল ফেলেন স্থানীয় কয়েকজন জেলে। দুই ঘণ্টা পর জাল তুললে দেখা যায় চারটি দাতিনা মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলেরা মাছ চারটি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। পরে এগুলো নিলামে তোলা হয়। ১২ জন পাইকারি ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে সর্বোচ্চ নিলামদাতা হিসেবে মোস্তফা আলম নামের এক মৎস্য ব্যবসায়ী মাছ চারটি ১৭ লাখ টাকায় কিনে নেন। মাছগুলোর ওজন ৯০ কেজি (দুই মণ ১০ কেজি)।

মোস্তফা আলম বলেন, এ মাছের বৈজ্ঞানিক নাম জানি না। তবে আমরা স্থানীয়রা অনেকেই দাতিনা মাছ বলি। এই প্রজাতির মাছের ভারতে প্রচুর চাহিদা রয়েছে। মাছগুলো আমি ভারত বা চীনে পাঠিয়ে বিক্রি করবো।

স্থানীয় আড়তদার বাবুরাম কর্মকার বলেন, এই মাছ খুবই দামি। এই মাছের পেটে বিশেষ এক অঙ্গ থাকে। আমরা গ্রামের মানুষরা যাকে কোকনা (পেটের ভেতর সাদা ফাঁপা অংশ) বলি। বিদেশের বাজারে এই কোকনার চাহিদা অনেক।

বরগুনা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এটি দেশে ‌‘দাতিনা’ বা ‘সাদা’ নামেই পরিচিত। বৈদেশিক বাজারে মাছগুলোর প্রচুর চাহিদা রয়েছে।

তিনি আরও বলেন, এ মাছ খুবই সুস্বাদু ও পুষ্টিকর। তবে মাছগুলো দিন দিন কমে যাচ্ছে। সরকার এই প্রজাতির মাছ বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন কার্যক্রম হাতে নিয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102