

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন, তখন একটি গোষ্ঠী ধর্ম নিয়ে বাড়াবাড়ি ও মারামারি করছে।
তিনি বলেছন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের বহুমাত্রিক সৌন্দর্য যে কোনোভাবে আমাদের রক্ষা করতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার- এ প্রত্যয় সামনে রেখে হাজার বছরের ঐতিহ্য অটুট রাখতে হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা চরপাড়া গোল্ডেন বিচ এলাকার শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যানকেন্দ্রে কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপ্লব বড়ুয়া বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক ও ধার্মিক মানুষ। মানুষের কল্যাণে তিনি প্রতিনিয়ত কাজ করছেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর বিশেষ এ সহকারী বলেন, কেউ চিন্তাও করেনি এ কর্ণফুলীর তলদেশে টার্নেল হবে, শহরে উড়াল সেতু হবে। বাংলাদেশের চলমান উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগ সরকারকে সবাই সহযোগিতা করুন।
উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে সভার উদ্বোধন করেন শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএন ধ্যানকেন্দ্রের অধ্যক্ষ এস লোকজিৎ মহাথের।

এছাড়াও সভায় মুখ্য আলোচক ছিলেন বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।