রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আত্ম মর্যাদাশীল মানুষ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে হবে মহিমান্বিত ও অলৌকিক রাত শবে মেরাজ শ্রীমঙ্গলে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীগঞ্জে ভারতীয় পন্য সহ আটক ১ দবিরুল ইসলাম ওবিই এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ মৌলভীবাজারে ধামতিপুরী (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নন্দিত আলেম শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ’র সংক্ষিপ্ত জীবনী বেনাপোলে মিথ্যা ঘোষণা দিয়ে মাছ পাচারকালে ইলিশ সহ দুই ট্রাক আটক জালালাবাদ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে প্লাস্টিক সার্জারী সেবা প্রদান শুরু

প্রধানমন্ত্রী দেশকে বদলে দিয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৩১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন, তিনি বাংলাদেশকে বদলে দেবেন। কথা রেখেছেন। দেশে এখন বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি শ্রমিকরা সেখানে কর্মরত আছেন। 

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন। তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলেছিল। কিন্তু আজ তা বাস্তবে পরিণত হয়েছে। ২০২১ সালে আমরা বুঝতে পারি, ডিজিটালাইজেশন ছাড়া আধুনিক যুগে আমাদের বেঁচে থাকাটা প্রায় অসম্ভব।

তিনি বলেন, করোনা সংকটকালীন সময়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন অনেক ভালো। কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে- তা সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা তুলে ধরে বলেন, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেস ওয়ে, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত রেললাইন থেকে ঢাকা পর্যন্ত আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা আজ বাংলাদেশকে বদলে দিতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর চৌকস নেতৃত্বে কেবল এটা সম্ভব হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন- পদ্মা কলেজের অধ্যক্ষ জালাল হোসেন, ডা. আব্দুর রহমান পাখি, আব্দুর রহিম, আব্দুর রব মিয়াসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102