

এ এস পলাশ,জামালপুর: গতকাল(শনিবার) ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের এি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এম,পি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং,জামালপুর সদর আসনের সাংসদ ইঞ্জি.মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এম পি ও সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম এর নাম ঘোষণা করেন শিক্ষা মন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি।