

স্টাফ রিপোর্টার: প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ও বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষীকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভার পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন।
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।