আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ-এর অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট কম ভাগ্যবান মানুষের দোরগোড়ায় সেবার অঙ্গীকার নিয়ে বছরব্যাপী মানবিক উদ্যোগের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার পশ্চিম মির্জাপুরে অবস্থিত আলহাজ্ব নাদিরা হোসেন মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি কর্ণছেদন, খতনা ও চক্ষু শিবির আয়োজন করা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল। ক্লাব সেক্রেটারি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান মো. আবুল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লিও ক্লাব কো-এডভাইজার লায়ন মো. হাবিবুর রহমান, মাদ্রাসার পরিচালক সাব্বির ইবনে হোসাইন ও শফিকুল আলম, মাদ্রাসার প্রিন্সিপাল ইশতিয়াক সিদ্দিকী, সিএলএফ কর্মকর্তা জসিম উদ্দিন।
উক্ত শিবিরে এলাকার পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। দক্ষ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় শিবিরটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
এ ধরনের মানবসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সেবাপ্রধান সমাজ গঠনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।