বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় হার্ট অ্যাটাকে পাকিস্তানি নাগরিকের মৃত্যু

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়  তাবলীগ জামাতে ইসলামের দাওয়াত দিতে এসে আব্দুল মান্নান (৫৩) নামের এক পাকিস্তানি (নাগরিকের) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর  দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন মসজিদে তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে,তিনি পাকিস্তানের একজন
নাগরিক। তিনি পাকিস্তানের নওসেরা জেলার মোঃ আদিল খানার ছেলে।
পুলিশ ও তাবলীগ জামায়াত এর সাথীরা জানান, গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাবলীগ জামাতের কার্যক্রম পরিচালনার জন্য  বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতে খাওয়া শেষে বুকে ব্যথা অনুভব করলে তাবলীগ জামাতের অন্যান্য সদস্য ও স্থানীয়রা আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে   কর্তব্যরত চিকিৎসক  আব্দুল মান্নানকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ শালবাহান রোড মাদরাসায় রাখা হলে পরবর্তীতে মরদেহ পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে৷
এব্যাপার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আজ  শুক্রবার ১২ ডিসেম্বর  সকালে  তাবলীগ জামাতের পাকিস্তানি নাগরিকরে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102