ঢাকাস্থ সেগুন বাগিচার ঐতিহ্যবাহী খানকাহ্ মাজারে মুকাদ্দাস বাজ্মে চিশতিয়া নিজামিয়া পাঞ্জেগিরীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল বাঙ্গাল হযরত শাহ্ সুফী সৈয়দ মোঃ ইয়াকুব হাসান চিশতী নিযামী ওরফে দাদা মাহবুব আলী শাহ্ কালান্দার(রা:আ:) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান গদ্দিনশীল পীর সাহেব সৈয়দ মোঃ ইয়ামিনুল হাসান চিশতী নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ মুহাম্মদ জুনায়েদ খানকা, আবুল উলাইয়া কায়েৎটুলী,ঢাকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ্ মুস্তাফা হাসান, কাদের আবুল উলাই। আরো বক্তব্য রাখেন পীর আলহাজ্ব সামসুল হক মোল্লা চিশতী নিজামী, শরফুদ্দিন খান মুন্না, সামসুদ্দিন খান বাবুল সহ শত শত ভক্ত-মুরিদান।
পবিত্র কোরআন খতম, চেরাগা মাহফিল, বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় ওরশ শেষ করা হয়।