বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি উদ্যোগে ফ্রি চক্ষু শিবির

একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র নির্বাসিত ছিলো: মাহিদুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক আর্ন্তজাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্টাতা সভাপতি মাহিদুর রহমান বলেছেন, দীর্ঘদিন পর ফ্যাসিবাদি শাসনের অবসান হওয়ায় এখন গণমাধ্যম মুক্তভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এদেশের মানুষ গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরে পেয়েছে।

আইনের শাসন ও জবাবদিহিতা না থাকায় দেশে ১৬ বছর একটি অরাজকতা বিরাজমান ছিলো। জোর যার মল্লুক তার এই নীতিতে চলছিলো দেশের কার্যক্রম। একদলীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্র নির্বাসিত ছিলো। খুন, গুম, মামলা, হামলা বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন নিপিড়ন ছিলো নিত্যনৈমিত্তিক বিষয়। বড় বড় প্রকল্পের নামে অর্থলুট, বিদেশে টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দিয়েছে। ব্যাংক গুলো প্রায় অচল হয়ে পড়েছে।

তারা মুখে বড় বড় কথা বললেও দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তিনি বলেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার খুব শিগগিরই নির্বাচনের দিকে অগ্রসর হবে এমনটি প্রত্যাশা দেশের গণতন্ত্রকামী দল ও জনতার। মাহিদুর রহমান আরো বলেন, নির্বাচন হলে জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

৩০ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তৈয়বনগর বাউরঘড়িয়া এলাকায় সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মাহিদুর রহমান।

প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার কে.এম আবু তাহের চৌধুরী, বিএনএসবি চক্ষু হাসপাতালের সহ-সভাপতি ও সুজনের জেলা সভাপতি ডাঃ ছাদিক আহমদ, যুক্তরাজ্য টাওয়ার হেমলেটের কাউন্সিলার ও সাবেক ডেপুটি মেয়র আ.ম অহিদ আহমেদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটির ট্রাস্টি উপদেষ্টা এম এ সেলিম, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি উপদেষ্ঠা আব্দুল বারি, হাজি এম এ সেলিম, যুক্তরাষ্ট্র প্রবাসী খলিল আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমেদ আখন্দ, সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সায়েম রহমান, বিএনপি নেতা সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, তমাল ফেরদৌস দুলাল, মো: শাহজাহান মিয়া, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মু. ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল।

 

এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যম কর্মী ময়নুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া সংবাদকর্মীরা। ফ্রি চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৫০ জন ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102