রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

সাফজয়ীদের পুরস্কারের অর্থ বুঝিয়ে দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২ এই পর্যন্ত দেখেছেন

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রতিশ্রুত ২০ লাখ টাকার চেক প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেকটি তুলে দেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

সাবিনার হাতে চেক তুলে দেওয়ার পর ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন যে আমরা সাফে চ্যাম্পিয়ন হয়েছি। এখানে ক্রিকেট, ফুটবল আলাদা কিছু না। পুরোটা মিলিয়েই স্পোর্টস। বাংলাদেশি হিসেবে আমরা অনেক বেশি গর্বিত। আরো বেশি খুশি কারণ, টানা দু’বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।

তিনি যোগ করেন, ‘এটা মোটেও ফ্লুক নয়। মেয়েরা সেটা প্রমাণ করেছে। আমাদের যেভাবে তারা গর্বিত করেছেন, তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো, ফুটবল ফেডারেশনের নতুন সভাপতির নেতৃত্বে নারী ফুটবল আরো এগিয়ে যাবে।’

পুরস্কার পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রিকেট বোর্ডের সকল সম্মানিত পরিচালকদের, বিশেষ করে বোর্ডের সভাপতিকে। গতবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরও ক্রিকেট বোর্ড আমাদের পাশে ছিলেন, এবারো তারা আছেন। ক্রিকেট বোর্ডের এই বিষয়গুলো আমাদের অনুপ্রাণিত করে। সকল সেক্টর থেকে সবাই আমাদের যেভাবে মোটিভেট করে, সেটি আমাদের জন্য আনন্দের।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা ও জাতীয় নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আখতার।

অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ। সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল দেশে ফেরার পর বিসিসি পুরো দলকে ২০ লাখ টাকা দেবার ঘোষনা দিয়েছিল। সেই অর্থই বুধবার প্রদান করা হলো।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102