রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশের তিন বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৫ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি তামিলনাডু-শ্রীলঙ্কার দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের তিন বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার রাতে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় মধ্যেরাতের তাপমাত্রা কমতে পারে।

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102