রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা কবে জানা গেল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬ এই পর্যন্ত দেখেছেন

এমবিবিএস ও বিডিএস (ডেন্টাল) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। রবিবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১৭ জানুয়ারি মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী বছরের ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের। তবে ওইদিন পবিত্র শবে বরাত হতে পারে। শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আছে। এছাড়াও বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102