রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

স্ত্রীকে নিয়ে নিজের ভোট দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিডস এলাকায় সোমবার স্থানীয় সময় রাত ২টায় নির্বাচনী প্রচারণা শেষ করেছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্যস্ত প্রচারণা শেষে সেখান থেকে মঙ্গলবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় পৌঁছেছেন তিনি। সেখানেই নিজের ভোট প্রদান করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ভোট দিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস অবশ্য আগেই আগাম ভোট দিয়েছেন।

ভোট দিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি খুব আত্মবিশ্বাসী। সব দেখে মনে হচ্ছে, রিপাবলিকানরা দলে দলে ভোট দিতে আসছেন।’ কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এর আগে, আমেরিকার পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভুক্ত অঞ্চলগুলোতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়।

দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন।

মঙ্গলবার রাতেই (বাংলাদেশ সময় বুধবার ভোর পাঁচটা) সব রাজ্যে গণনা শুরু হবে। এরপর একে একে ফল আসা শুরু হবে। তবে চূড়ান্ত ফল আসতে কয়েক দিন লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়ায় (৫৪টি)। আর সবচেয়ে কম রয়েছে নর্থ ডাকোটায় (৩টি)। সাধারণত রাজ্যের জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল ভোট থাকে। যে রাজ্যে যত বেশি জনসংখ্যা ওই রাজ্যে তত বেশি ইলেকটোরাল ভোট।

রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ভোট যিনি পান ইলেকটোরাল ভোটগুলো তিনি পান। এভাবে একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102