শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট

নির্বাচনে হস্তক্ষেপ করছে রাশিয়াসহ প্রতিপক্ষ দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন গোয়েন্দারা। মঙ্গলবার (৫ নভেম্বর) তারা বলেছে, ওই দেশগুলো নির্বাচন নিয়ে জনগণের আস্থা নষ্ট করতে চায়। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মার্কিন গোয়েন্দাদের দাবি, প্রতিপক্ষ দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। এর মাধ্যমে মার্কিনিদের মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছে তারা।

এদিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় ওডিএনআই এবং সাইবার ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে এই দাবি করেছে।

এতে বলা হয়, নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে নানা তৎপরতা চালাচ্ছে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী। ভোট কারচুপির মিথ্যা দাবি তুলে সেসব প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয় সময় সকাল থেকে যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর ঠিক আগে এমন অভিযোগ তুললো দেশটির অভ্যন্তরীণ তিন গোয়েন্দা সংস্থা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102