মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ মৃত অধ্যক্ষের নামে বিজ্ঞপ্তি প্রকাশে তোলপাড়

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভ্রান্তিকর একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রবিবার নবীগন্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান রহস্যজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর আগে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের নামে কতিপয় ছাত্ররা কলেজের অধ্যক্ষের দূর্নীতির জন্য পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিল।

জানাযায় তিনি গত শুক্রবার (১৮ অক্টোবর) বাসা থেকে বাহির হন তার দুই দিন পরে গত ২০ অক্টোবর তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাওয়া যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার (২১ অক্টোবর) নবীগঞ্জ সরকারি কলেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমানের আকস্মিক মৃত্যুতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেনীর প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৪ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। যথাশিঘ্রই পরীক্ষার রুটিন পরীক্ষার রুটিন জানানো হবো। উক্ত প্যাডে স্বাক্ষর শেষে মৃত সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান এর নাম সম্বলিত সিল ব্যবহার করা হয়।

উক্ত ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। একজন মৃত ব্যক্তি কিভাবে প্যাডে স্বাক্ষর করলেন। ফেসবুকে নানা রকম মন্তব্য ও সমালোচনা চলে। পরে আবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তি দেয়া হয়।

এবিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমির হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আগের স্বাক্ষরটি তার ছিলো, পিয়ন ভুল ক্রমে মৃত অধ্যক্ষের নামসহ সিল ব্যবহার করেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে আমরা তাৎক্ষনিক ভাবে বিষয়টি সংশোধন করেছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102