রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারত থেকে ঢুকছে পানি, ফেনীতে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বুধবার (২১ আগস্ট) জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার প্রায় সব এলাকা তলিয়ে গেছে। পানিবন্দিদের উদ্ধারে সহায়তা করছেন সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা। ইতোমধ্যে জনগণকে সতর্ক করতে নানা পদক্ষেপ নিয়েছে তারা।

ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বলেন, ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, সেগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়েছে গেছে আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানিবন্দিদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানান আক্তার। বন্যাদুর্গত তিন উপজেলার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান তিনি।

আগের দিন (মঙ্গলবার) রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে গ্রামীণ সব সড়ক ও ফসলি মাঠ। ভেসে গেছে পুকুর ও অসংখ্য মাছের খামার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102