রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে বিক্ষোভকারীদের হামলায় ৯ সেনা আহত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন নয় সেনাসদস্য। গতকাল রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। সেখানে উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। তিনজন কর্মকর্তা, একজন জুনিয়র কমিশন কর্মকর্তা ও পাঁচজন সেনাসদস্য আহত হন। এ ঘটনায় আহত সেনাসদস্যরা আশঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় এরই মধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে স্থাপিত সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান বলেন, গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়। এতে তারা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়।

৭ আগস্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিক্ষোভ-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় একটি সূত্রের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা বর্তমানে গোপালগঞ্জে অবস্থান করছেন।

এদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ বেশকিছু উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যার বড় অংশই দেশের অন্যান্য জেলার।

অভিযোগ রয়েছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে যেসব শিক্ষার্থী আন্দোলনে জড়িত ছিল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছে তাদের হামলার হুমকি দেয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, এ মুহূর্তে গোপালগঞ্জ প্রশাসন কোনো কাজ করছে না। আমি শিক্ষার্থীদের নিরাপত্তা দেব, কিন্তু কারো সাহায্য পাচ্ছি না। আমরা শিক্ষকরাই ভয়ে রয়েছি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102