রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :

নবীগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নবীগঞ্জ( হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১৫ এই পর্যন্ত দেখেছেন
হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য  সপ্তাহ ২০২৪ উপলক্ষে মেলা উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) থেকে সোমবার (৫ই আগস্ট) পক্ষকাল ব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে।
বুধবার (৩১ জুলাই) উপজেলা হলরুমে  এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ এর সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা আক্তার কাকলি,  নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, করগাঁও  ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাা।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, প্রতিদিনের সংবাদের  উপজেলা প্রতিনিধি সাগর আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উৎপাদনের সাথে সাথে কর্মসংস্থানসহ নানাবিধ অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশীয় মাছ উৎপাদনের অন্তরায় সমূহ দূর করে উৎপাদন বাড়াতে হবে বলে বক্তারা দাবি জানিয়েছেন।আলোচনা সভা শেষে সেরা ৩জন মৎস্যজীবীদের ক্রেস্ট প্রদান করা হয়।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102