রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

জনমত জরিপে

কমলা হ্যারিসকে পেছনে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের পরই নতুন মোড় নিতে শুরু করেছে দেশটির নির্বাচনী হওয়া। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আলোচনায় আছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। ইতোমধ্যে গত মঙ্গলবারের এক জরিপে ট্রাম্পকে পেছনেও ফেলেন তিনি। তবে বৃহস্পতিবারই জনমত জরিপে কমলা হ্যারিসকে পেছনে ফেলেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২২ থেকে ২৪ জুলাই পরিচালিত নিবন্ধিত ভোটারদের মতামতের ভিত্তিতে ডেমোক্রেটিক প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের থেকে ২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে জরিপটি চালায়। যে জরিপে ট্রাম্প ৪৮ শতাংশ এবং কমলা হ্যারিস ৪৬ শতাংশ ভোট পান। দেশব্যাপী এক হাজার ১৪২ জন নিবন্ধিত ভোটার এই জরিপে অংশ নেন।

এর আগে, মঙ্গলবার জনমত জরিপের এক ফলাফল প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস। প্রকাশিত জরিপে দেখা যায়, সেখানে কমলার জনপ্রিয়তা ৪৪ শতাংশ আর ট্রাম্পের জনপ্রিয়তা ৪২ শতাংশ। একই দিনে প্রকাশিত বার্তা সংস্থা এএফপির আরেক জরিপে বলা হয়, ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন কমলা।

চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যে প্রথমবারের মতো সমাবেশ করেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে ডেমোক্রেট শিবিরে বড় অংশের সমর্থন রয়েছে কমলার প্রতি।

রবিবার স্থানীয় সময় দুপুরে সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102