সুনামগঞ্জ জেলার ছাতকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেছে গণ অধিকার পরিযদ। রোববার (২১ জানুয়ারি) বিকেলে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায় শীতার্তদের মধ্যে প্রায় ৫০০ শতাধিক মানুষের মধ্যে শীতবস্র বিতরন করেন গণ অধিকার পরিষদ।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির আহ্বায়ক কর্ণেল (অবঃ) মিয়া মসিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা সুনামগঞ্জের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাড়াতে এসেছি। সারাদেশে শীতের প্রকোপ বাড়ছে; সকলকে সাধ্যমতো শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন দেশে কত রাজনৈতিক দল এবং সংগঠন আছে অথচ শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর মতন তেমন কাউকে দেখতে পাচ্ছিনা আমরা। শুধুমাত্র রাজনৈতিক প্রোগ্রামই নয়, জনগণের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক এবং মানবিক কার্যক্রমও জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, সুনামগঞ্জ জেলায় বরাবরই অবহেলিত একটি জনপদে পরিণত হয়েছে। আপনারা যাদের জনপ্রতিনিধি বানান, তারা তাদের পেটনীতি নিয়ে ব্যস্ত থাকে। তারা তাদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পরে। বড় বড় অট্টালিকা তৈরি করে বিভিন্ন দেশে। আমরা আজকে কয়েকশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের সামর্থ্য অনুযায়ী সুনামগঞ্জের পাশাপাশি সারা দেশে আমরা শীতবস্ত্র বিতরণ করবো। রাজনৈতিক মাঠে শুধু আন্দোলন সংগ্রামই নয়, এর পাশাপাশি গণমানুষের পাশে দাড়াতে হবে।
এইচ কে জামাল আহমেদের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন গণঅধিকার নেতা জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, আজাদ আলী সুমন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব এস আর সুহেল, মুকিত, রুমন খান, জাকির চৌধুরী, ছাত্রনেতা আব্দুল কাদির প্রমুখ।