

এ এস পলাশ : কোভিড-১৯ মহামারীতে মানুষের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রের স্থান পরিবর্তন করা হয়েছে।জামালপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬ জুলাই ২০২১ ইং থেকে জামালপুর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম মির্জা আজম অডিটরিয়াম, জামালপুর (জামালপুর পৌরসভা সংলগ্ন) পরিবর্তিত স্থানে প্রতিদিন সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত (শনিবার হইতে বৃহস্পতিবার পর্যন্ত- শুক্রবার ও অনান্য সরকারী ছুটির দিন ব্যতিত) নতুন পরিসরে শুরু করা হয়েছে।
এখন থেকে জামালপুর পৌরসভার পাশে অবস্থিত মির্জা আজম অডিটোরিয়াম এ কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিবর্তিত স্থানে কোভিড-১৯ টিকা কার্যক্রমের আওতাভুক্ত মানুষকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।