বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে প্রধান শিক্ষকের উপর হামলা সিলেট-৪ আসনে বহিষ্কৃত ও চিহ্নিত অপরাধীদের নিয়ে আরিফের প্রচারণা কর্মবীর মাওলানা আব্দুর রহমান সিংকাপনী গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‘শুধু প্রিয়ংবদার জন্য’ কাব্য গ্রন্থের পর্যালোচনা পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ বিচার প্রক্রিয়া আইনের শাসনকে ব্যাহত করবে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর চার্টার এনিভার্সারি উদযাপিত বিজিবি কতৃক ৬ টি ভারতীয় গরু উদ্ধার ক্বারি নুরুল ইসলাম প্রেসিডেন্ট ও কামরুল ইসলাম সেক্রেটারি নির্বাচিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সাথে সুধীজনের মতবিনিময় অনুষ্ঠিত

যশোরে ইজিবাইককে চাপা দিলো বাস, একই পরিবারের ৪ জনসহ নিহত ৮

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

যশোর সদরে পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেতুলতলা এলাকার যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের বাসিন্দা হেলালের জমজ ছেলে হোসেন (২) ও হাসান (২), তার মেয়ে খাদিজা (৭), ও হেলালের মা মাহিমা (৬০)। অপর নিহত হলেন- একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুইজনের নাম জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, যশোর থেকে একটি ইজিবাইক আটজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছে ইজিবাইকটি ডানের একটি বাইপাস সড়কে নামার চেষ্টা করে। এসময় পেছন থেকে আসা বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাত জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আটজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102