শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

সিংড়া স্বেচ্ছাসেবক দলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে নেতৃবৃন্দের পদত্যাগ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৬৬২ এই পর্যন্ত দেখেছেন

মেহেরুল ইসলাম মোহন নাটোর: সিংড়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি নিয়ে নেতা কর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনিয়ম, স্বেচ্ছাচারিতা,অগণতান্ত্রিক পন্থায় পকেট কমিটি গঠন করার অভিযোগ এনে পদত্যাগ করেছেন ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১২ জন।
রবিবার(১৮ই জুলাই) ১২ জনের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য যে,গত ১৩ই জুলাই নাটোর জেলা কমিটির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট সিংড়া উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেওয়া হয়।
পদত্যাগের বিষয়ে সিংড়া উপজেলা কমিটির যুগ্ম আহব্বায়ক সবুজ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পোষ্ট করেছেন,সেখানে তিনি লিখেছেন,দুদিন ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম,আমি নিজেই জানি না যে আমাকে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পদ দেয়া হয়েছে।আমার প্রশ্ন, আমার নাম এক জায়গায় দিলেন আর হয়ে গেলো? এছাড়াও শ্রী জয়দেব দাস নামের একজন সংখ্যালঘু নেতার নামের আগে মোঃ শ্রী জয়দেব দাস লেখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
যুগ্ম আহ্বায়ক সবুজ মাহমুদ বলেন,দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি করেছি,এখন বিএনপি করবো কিন্তু আমাকে না জানিয়ে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে নাম দেয়ায় পদত্যাগ করেছি।
অপর যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ জানান,অনেক নির্যাতিত, ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়নি, আমাকেও না জানিয়ে কমিটিতে রাখা হয়েছে এজন্য আমরা একযোগে পদত্যাগ করেছি।নাটোর জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ জানান,পদত্যাগের বিষয়ে কিছুই জানিনা,তবে সকলের ব্যক্তি স্বাধীনতা আছে, পদত্যাগ করতেই পারে। আমরা সাংগঠনিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102