রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

‘ব্রাজিলের মাটিতে তাদেরই বিপক্ষে ফাইনালের চেয়ে সেরা কী হতে পারে?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনায়ই হতো এবারের কোপা আমেরিকার আসর। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শেষ সময়ে সেটি সরিয়ে নেয়া হয়েছে ব্রাজিলে। দেখতে দেখতে এখন শেষ হয়ে সেমিফাইনালের লড়াই। ফাইনালে উঠেছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা।বুধবার সকালে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি টাইব্রেকারে জিতে ফাইনালের দ্বিতীয় টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে পেরুকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে নাম লিখিয়েছিল ব্রাজিল। এখন শিরোপার লড়াইয়ে উপনীত হবে এ দুই দল।আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক মারাকানায় শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে তাদেরই বিপক্ষে ফাইনাল খেলার চেয়ে সেরা মঞ্চ আর হতে পারে না বলে মনে করেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।মার্টিনেজ বলেছেন, ‘এখানে ৭০ জনের একটা গ্রুপ অভিন্ন স্বপ্নের জন্য এসেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছি। সেটা ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিলের মাটিতে হওয়ার চেয়ে ভালো আর কী হতে পারে? তারা (ব্রাজিল) দুর্দান্ত দল, যোগ্য দাবিদার। তবে আমাদের দারুণ একজন কোচ এবং বিশ্বের সেরা (মেসি) আছেন।’ফাইনালের আগে আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে টাইব্রেকারে তিনটি শট ঠেকিয়েছেন তিনি। যার ফলে আর্জেন্টিনা পেয়েছে এক শট হাতে রেখেই ৩-২ ব্যবধানের জয়, পৌঁছে গেছে আসরের ফাইনালে।ম্যাচের পর টাইব্রেকারের নায়ক মার্টিনেজ বলেছেন, ‘এমন সময় পাওয়ার জন্যই বাড়ি ছেড়ে এসেছি। আমরা ৪০ দিন ধরে (জৈব সুরক্ষা বলয়ে) বন্দী। সত্যি কথা বলতে, অনুভূতি প্রকাশের মতো ভাষা জানা নেই আমার। আমার মতে, আমরাই একমাত্র দল যারা অন্য কাউকে দেখছি না।’প্রায় একই কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষ্য, ‘আমরা রোমাঞ্চিত। আমি জাতীয় দলের হয়ে একটি শিরোপা জিততে চাই। তবে এর চেয়ে বড় বিষয় হলো, নিজের পরিবারকে না দেখেও আমি এই কঠিন ৪৫ দিন উপভোগ করেছি। দলে অনেক ছেলে বাবা হয়েছে কিন্তু সেখানে যেতে পারেনি।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102