শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সরকারকে নতুন করে দুই মন্ত্রণালয় গঠনের পরামর্শ: রিজভী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকারকে দুটি নতুন মন্ত্রণালয় গঠনের পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘সরকারের এখন দুটি নতুন মন্ত্রণালয় গঠন করতে হবে। একটি হলো ষড়যন্ত্র বিষয়ক মন্ত্রণালয়, আরেকটি হলো মিথ্যাচার বিষয়ক মন্ত্রণালয়। ওবায়দুল কাদের এতো ষড়যন্ত্রের কথা বলছেন, তাই এই মন্ত্রণালয় গঠন করে তাকেই দায়িত্ব দেওয়া উচিত।’

জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্রফোরাম ও বাংলাদেশ ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী বলছেন আবার ষড়যন্ত্র শুরু হচ্ছে। ষড়যন্ত্র তো করছেন আপনারা। আপনারা ষড়যন্ত্র করে দিনের ভোট রাতে করেছেন। ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কেন?’

রিজভী আরও বলেন, ‘নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগ নেতারা তীর নিক্ষেপ করেন, এর মাধ্যমে তারেক রহমান এক অবিসংবাদিত নেতা হয়ে উঠেছেন।’

রিজভী বলেন, ‘আপনারা তো প্রমাণ করতে পারেননি, মালয়েশিয়ায় তারেক রহমানের কারখানা আছে। সেখানে তো তারেক রহমানের নামে একটা আইসক্রিম কারখানাও দেখাতে পারেননি। অথচ কত মিথ্যাচার করেছেন তার বিরুদ্ধে।’

বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102