মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত বর্নাঢ্য আয়োজনে তেতুলিয়ায় ‘চ্যানেল এস টিভির বর্ষপূর্তি উদযাপিত মৌলভীবাজার আন্তঃ ইউনিয়ন চ্যাম্পিয়ানশীপ টুনামেন্টে সম্পন্ন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এর বিবৃতি নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বোদায় ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক কচুরিপানার আগ্রাসনে সৌন্দর্য হারাচ্ছে জৈন্তাপুর ডিবি হাওর শেষবারের মতো স্ত্রী ও সন্তানের লাশ দেখতে হলো কারাগার গেটে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সংবর্ধিত

নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল

শেখ হাসিনা দেশে থাকলে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪ এই পর্যন্ত দেখেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত  প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকত। দীর্ঘদিন পর দেশে ভোট হতে যাচ্ছে। ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করবেন। তবে এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন।
সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠ এবং বড় খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকা প্রতীক ছিল। এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। দিল্লিতে বসে আছেন, আর দেশের মানুষকে বিপদের মুখে ফেলে গেছেন।
সমাবেশের একপর্যায়ে নিজের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সম্পর্কে তিনি বলেন, এবারে যে নতুন মার্কা এসেছে, তার একজন প্রার্থী দেলাওয়ার এখানে দাঁড়িয়েছে। সে এই এলাকারই ছেলে, ভালো ছেলে। তবে বয়সে ছোট। লেগে থাকলে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে, আমাদের সরকার চালানোর অভিজ্ঞতা আছে। তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য ছিলাম, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে ‘স্যার’ বলে। এই নামেই আমি পরিচিত। কেউ আমার সম্পর্কে খারাপ কিছু বলতে পারবে না। আমরা রাজনীতির নামে ব্যবসা করি না। বিএনপি একটি বড় দল, জনগণের অধিকার রক্ষা করে, মা-বোনদের অধিকার রক্ষা করে।
জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমি কোনো দল বা পার্টির বদনাম করতে চাই না। তবে ১৯৭১ আমাদের অস্তিত্বের প্রশ্ন। যুদ্ধ করে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। যারা সেই সময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তারাই আজ ভোট চাইতে আসে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের আমরা ভোট দিতে পারি না।
হিন্দু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না। সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে, পাহারা দেবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।
নির্বাচনী পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102