

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের শাখা অফিস থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। অবৈধ পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, প্রশাধন সামগ্রী ও ৫ বস্তা জিরা। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর ) দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডস্থ এস এ পরিবহন স্থানীয় শাখায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে জড়িত একজনকে আটক করতে সক্ষম হই। অবৈধ পণ্যের আমদানিকারক, প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা আমরা সংগ্রহ করেছি। তাদের গ্রেফতারে আমাদের অভিযান শুরু করেছি। আশাকরি দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হবো।