শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

জিয়া বলেছিলেন প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে: হাফিজ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রিঅ্যাকশনের কথা উল্লেখ করে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সময়ে সেনাবাহিনীর ৪৬তম বিগ্রেডের কর্মরত বিগ্রেড মেজর হাফিজ উদ্দিন বলেছেন, জিয়াউর রহমান বলছেন- প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট আছে। আমরা সৈনিক লেট আস আপহোল্ড দি কনস্টিটিউশন, আমরা সংবিধানকে সম্মুন্নত রাখবো। গো এন্ড গেট ইউ ট্রুপস রেডি।

বুধবার বিএনপির উদ্যোগে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দাবি করে বলেন, ওই ঘটনার দিন ভোরে বিগ্রেড কমান্ডার কর্ণেল সাফায়েত জামিলসহ আমি সেনাবাহিনীর উপ প্রধান জিয়াউর রহমানের বাসায় গিয়ে দেখা করি। তাকে কর্ণেল সাফায়েত বললেন, স্যার প্রেসিডেন্ট হেডবিন কিল্ড। জেনারেল জিয়াউর রহমানের রিঅ্যাকশন দেখেন সাচ এ সোলজার। তিনি বললেন, প্রেসিডেন্ট নাই তো কি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট আছে। আমরা সৈনিক লেট আস আপহোল্ড দি কনস্টিটিউশন, আমরা সংবিধানকে সম্মুন্নত রাখবো। গো এন্ড গেট ইউ ট্রুপস রেডি।

তিন বছর আগে সাফায়েত জামিল মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, সাফায়েত জামিল একটি বই লিখেছেন, সেখানে এই ঘটনাটির বিবরণ দেয়া আছে। অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে কর্ণেল সাফায়েত জামিল কোনো রাজনীতিতে জড়াননি। কিন্তু আওয়ামী লীগের প্রতি দূবর্লতা ছিলো।

‘তারপরও তিনি ১৫ আগস্ট সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে এই ঘটনাটি লিপিবদ্ধ করে গিয়েছেন। আমি ক্ষুদ্র ব্যক্তি, আমার বইতেও এই বিবরণ আছে। আমরা চাক্ষুষ সাক্ষী সেদিন তিনি (জিয়া) কি বলেছেন।’

বর্তমান শাসকগোষ্ঠি ১৯৭১ সালের মহান শৌর্য-বীর্যের ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য চেষ্টা করছে অভিযোগ করে হাফিজ উদ্দিন বলেন, তারা দেশবাসীকে বুঝাতে চায় যে, একটা ভাষণ দিয়েছে তাদের নেতা এতেই দেশ স্বাধীন হয়ে গেছে। এই যে লক্ষ মানুষ জীবন দিলো, একটি আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে জীবন পণ করে বিজয় ছিনিয়ে নিলো এই কৃতিত্ব কাউকে দিতে চায় না তারা।  তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা তো একজন রাজনৈতিক নেতার মুখ থেকেই আমরা আশা করেছিলাম। তিনি বা তারা দিতে পারেনি, দিয়েছেন এক অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই কারণে ক্ষিপ্ত- আমরা যেটা পারিনি, তুমি পারতে গেলে কেনো? এই হীনমন্য থেকে তারা ইতিহাস বিকৃত করছে ১৯৭২ সাল থেকেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102