বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন

কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সেই চোট থেকে এখনও সেরে উঠেননি কাতার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এবার রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

সোমবার (১৯ আগস্ট) ২৮ সদস্যের এই দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। আগামী সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কোপার চ্যাম্পিয়নরা।

আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। তবে পাওলো দিবালার এবারও সুযোগ মেলেনি। মার্কোস আকুইনা এবং ফ্রাঙ্কো আরমানিও স্কোয়াডে জায়গা পাননি।

দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, রদ্রিগো ডি পল ও নিকোলাস গঞ্জালেস।

আগামী ৬ সেপ্টেম্বর হোম ভেন্যুতে চিলি এবং ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে মেসির দল।

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি ও ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, জার্মান পেজেয়া, লিও বালের্দি, নিকোলাস ওটামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও ভ্যালেন্টিন বার্কো।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, রদ্রিগো ডি পল, এজেকুয়েল ফার্নান্দেজ ও নিকোলাস গঞ্জালেস।

ফরোয়ার্ড: আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সোলে, জিউলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, ভ্যালেন্টিন কাস্তেলানোস ও লাউতারো মার্তিনেজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102