আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় জয়ের লক্ষে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তেতুলিয়ায় আওয়ামীলীগের আয়োজনে শনিবার (৯ ডিসেম্বর) সন্ধায় তেতুলিয়ায় উপজেলার কাজীপাড়ায় থানা যুক্তিযোদ্ধা কমান্ডার চত্ত্বরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
তেতুলিয়ায় আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সর্দার আবতা উদ্দীনের সভাপতিত্বে, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পঞ্চগড় নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষকলীগ সহ সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন। উপজেলা
আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ
সাংগঠনিক সম্পাদক ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতিই খোদা মিলন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নাঈবুল ইসলাম, উপজেলা আওয়ামী
সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুব আলী প্রমুখ।
সভায় উপজেলার সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের ৯ ওয়ার্ডের তিন’শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি জামাত নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ,পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। আগামি নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে তারা। আওয়ামীলীগ দেশের শান্তি রক্ষায় তা প্রতিহিত করবে। দেশের মানুষ বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার পক্ষে ঔক্যবদ্ধ হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবে।