রাঙ্গামাটির দেপ্পোছড়িতে গাছ পরিবহনকারী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সদর উপজেলার দেপ্পোছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গাছ বুঝাই গাড়ি (চট্ট-মেট্টো ট ১১-০৭৯৯) লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এসময় গাড়ির চালকের পায়ে গুলি লাগে। গাড়ির চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাঠ ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, দীন ইসলাম নামের এক কাঠ ব্যবসায়ীর গাছের গাড়ি ছিলো এটি। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা জানি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, গাছের গাড়িতে দুর্বৃত্তরা গুলি করে। এতে ট্রাকের চাকায় গুলি লাগে এবং চালক মোঃ ছৈয়দ আলমের পায়ে গুলি লেগেছে। চালক বর্তমানে রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিউজ /এমএসএম